ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় জনপ্রতিনিধিসহ ৭ আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা গ্রেফতার

উখিয়ায় জনপ্রতিনিধিসহ ৭ আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা গ্রেফতার

উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ বিভিন্ন মামলার ৭ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আরিফ হোসেন ও ওসি (তদন্ত) শফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার (২ অক্টোবর) ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়ন ও জালিয়া পালং ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৭ নেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল বাহার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল্লাহ কায়ছার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তারেক হোসেন মানিক, উপজেলা আওয়ামী লীগ নেতা জমির আহমদ, যুবলীগ নেতা ইমাম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুর ছালাম মধু, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল্লাহ আল সায়মন।

ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধেই মামলা রয়েছে।

উখিয়া,গ্রেফতার,জনপ্রতিনিধি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত