ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সখীপুরে মাথার উপর গাছ পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সখীপুরে মাথার উপর গাছ পড়ে শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে মাথার উপর গাছ পড়ে শাওন আহমেদ (২১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শাওন উপজেলার চতলবাইদ পশ্চিম পাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার নলুয়া কানু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বেলা তিনটার দিকে শাওন আহমেদ নলুয়া কানু মার্কেট এলাকায় আকাশমণির বাগানে গাছ কাটতে যান। কুড়াল দিয়ে গাছ কাটার সময় অপ্রত্যাশিতভাবে গাছটি শাওনের মাথার ওপর পড়ে। স্থানীয় ব্যক্তিরা গাছের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ও মৃত শাওনের স্বজনেরা জানান, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় পাস করার পর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে, রোজগারের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শাওন। এর মধ্যে তিনি গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইল,সখীপুর,শিক্ষার্থীর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত