সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৮:১৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গৃহবধূ তাহমিনা হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী চাঁদ মিয়াকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।
চাঁদ মিয়া ওই উপজেলার এনায়েতপুর আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত কালু সরদারের ছেলে।
রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। ওই আদালতের স্ট্যানোগ্রাফার সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০১১ সালের ৩১ জুলাই রাতে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক রক্তাক্ত জখম করে স্বামী চাঁদ মিয়া। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট ওই গৃহবধূ মারা যায়।
এ ব্যাপারে তার বাবা হানেফ আলী মোল্লা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।
