সিরাজগঞ্জে মদের দোকান বদ্ধের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মদের দোকান নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরের দিকে স্থানীয় প্রেসক্লাব চত্বরে পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ-মামুন-জুয়েল, যুগ্ম-আহবায়ক ইউনুস আলী, মির্জা স্বপন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ -আল সাফায়েত আদিব, অনিক আহমেদ, বিশাল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, হযরত মখ্দুম শাহ দৌলা শহীদ ইয়ামেনী (রহঃ) এর পুর্ণভূমি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর এবং হযরত শাহ হাবিবুল্লাহ (রহঃ) এর পবিত্র মাটিতে কোন রকমের মদ বিক্রি হতে দিব না।
এদিকে শাহজাদপুর থানার ওসি আসলাম ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, পূজার সময় মদের দোকান বন্ধ ছিল এবং পূজা পরবর্তীতে ২/১ দিন খোলা ছিল। রোববার সকালে ওই মদের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
