সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্র নিহত

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৮:২২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামে মটোর সাইকেল দূর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত হয়েছে।

নিহতরা হলো- ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে কলেজ ছাত্র সোহাগ রানা (১৭) ও বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের হাসান আলীর ছেলে কলেজ ছাত্র খালিদ হাসান (১৭)। এ ঘটনায় আরো ১ জন গুরুতর আহত হয়েছে।

কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার রাত সাড়ে ১০ টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল বাজার থেকে দ্রæত গতিতে মোটরসাইকেল চালিয়ে বেলকুচি যাচ্ছিল ওই ৩ বন্ধু। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই ২ কলেজ ছাত্র নিহত ও অপর ১ বন্ধু গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোন অভিযোগ না থাকায় সোমবার সকালে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে ওই ২ কলেজ ছাত্র মটোর সাইকেল দূর্ঘটনায় নিহত হওয়ায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে এবং তাদের বাড়িতে এখনও শোকের মাতম চলছে।