ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভোলায় যৌথ অভিযানে বিপুল পরিমান অস্ত্রসহ ২ ডাকাত আটক

ভোলায় যৌথ অভিযানে বিপুল পরিমান অস্ত্রসহ ২ ডাকাত আটক

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে।

শনিবার সদর উপজেলার রাজাপুরের ৬ নং ওয়ার্ডের রৌদের হাট এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটকৃতরা হলেন অস্ত্র ব্যবসায়ী মোঃ মনির হোসেন ব্যাপারী ও মাদক ব্যবসায়ী মোঃ রাসেল’। তাদের বাড়ি একই এলাকায়।

নৌবাহিনীর কমান্ডার মোঃ আবু বকর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে যৌথ অভিযানে চিহ্নিত ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ মোঃ মনির হোসেন ব্যাপারী ও মাদক ব্যবসায়ী মোঃ রাসেল’কে আটক করা হয়। এ সময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশী করে ১টি দেশীয় রিভালবার, ৫ টি রাম-দা, ৩ টি দেশীয় ক্রীজ, ১ টি ড্রেগার,২টি বল্লম,৩ টি দা, ১ টি চাবুক, ১টি চাইনিজ হেমার ও ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটককৃতদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। আটককৃতদের পুলিশে সোর্পদ করা হয়েছে।

ভোলা,ডাকাত,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত