ঢাকা ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পর্যটনে নতুন দিগন্ত

কক্সবাজারে সী পার্ল ওয়াটার পার্কে ‘দি কুইক বাইটস’ এর যাত্রা

কক্সবাজারে সী পার্ল ওয়াটার পার্কে ‘দি কুইক বাইটস’ এর যাত্রা

কক্সবাজারের পর্যটকদের কাছে নতুনভাবে স্বল্পমূল্যে মানসম্পন্ন খাবার তুলে ধরতে চালু হলো ‘দি কুইক বাইটস’ রেস্টুরেন্ট। সী পার্ল ওয়াটার পার্কের পাশে অবস্থিত এই রেস্টুরেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সী পার্ল বিচ রিসোর্টের জেনারেল ম্যানেজার হেদি বেন আইসা।

তিনি জানান, এই রেস্টুরেন্টটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, যেখানে ভোজনরসিকেরা খুব কম মূল্যে বিভিন্ন ধরণের খাবার উপভোগ করতে পারবেন। আমাদের এই রেস্টুরেন্টে মানসম্পন্ন ও স্বাস্থ্যসম্মত খাবারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও কাছে আকর্ষণীয় করে তুলবে।

তিনি আরও জানান, ‘দি কুইক বাইটস’-এ স্বল্পমূল্যে গ্রাহকদের জন্য হালকা খাবার থেকে শুরু করে ডাইনিং-পর্যায়ের বিভিন্ন খাবার পরিবেশন করা হবে। পর্যটকদের স্বল্প খরচে মানসম্পন্ন খাবার সরবরাহের মাধ্যমে কক্সবাজারের ভোজনখাতে ইতিবাচক প্রভাব রাখার প্রত্যাশা করছেন তিনি।

রেস্টুরেন্টের পরিবেশ অত্যন্ত মনোরম এবং সী পার্ল ওয়াটার পার্কের নিকটবর্তী হওয়ায় এটি কক্সবাজারে আসা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, সী পার্ল ওয়াটার পার্কের পাশে হওয়ায়, পার্কে স্নানসহ ঘুরতে আসা পর্যটকদের জন্য ‘দি কুইক বাইটস’ একটি সহজলভ্য এবং সাশ্রয়ী ভোজন স্পট হবে। রেস্টুরেন্টটি সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে, যাতে পর্যটকরা তাদের সুবিধামতো সময় এখানে আসতে পারেন।

স্থানীয় বাসিন্দারা এবং পর্যটকরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। সী পার্লের নতুন এই রেস্টুরেন্টে খাবারের মান ও মূল্য গ্রাহকদের কাছে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

‘দি কুইক বাইটস’ উদ্বোধনকালে সী পার্ল বিচ রিসোর্টের ব্র্যান্ড কমিউকেশন অফিসার মো. আবরার রাজ্জাক, ইন্জিনিয়ার ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. মানোয়ার হুসাইন, এইচআর ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট এফএমবি ম্যানেজার মো. সফিকুল ইসলাম, সী পার্ল ওয়াটার পার্কের সিনিয়র সেলস এক্সিকিউটিব মো. সরওয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পর্যটন,দিগন্ত,যাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত