ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শহীদ জিয়া স্মৃতি সম্মাননা পেলেন জাহিদ মোল্লা

শহীদ জিয়া স্মৃতি সম্মাননা পেলেন জাহিদ মোল্লা

শহীদ জিয়া স্মৃতি সম্মাননা পেলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপি সভাপতি জাহিদ মোল্লা। রাজনীতি ও সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদান রাখায় তিনি এ সম্মাননা পেয়েছেন।

সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাচার মেলা মিলনায়তনে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ সনদপত্র ও ক্রেষ্ট তুলে দেয়া হয়।

বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমির ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এ বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদৌলা চোধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আহমেদ আজম খান।

এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছালাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের উপদেষ্টা সাবেক এমপি মো: উমর ফারুক এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এদিকে চৌহালী উপজেলা বিএনপি সভাপতি জাহিদ মোল্লা সম্মননা প্রাপ্তির সংবাদে দলীয় নেতৃবৃন্দ শুভ কামনা জানিয়েছেন।

এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, এ সম্মননা সহযোদ্ধাদের উৎসর্গ করলাম। এ অর্জন আমার একা না। দলের সর্বস্তরের নেতাকর্মীদের ভালবাসা ও আন্তরিকতার অর্জন।

সিরাজগঞ্জ,সম্মাননা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত