ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে শুরু হয়েছে ২ দিনব্যাপী তথ্য মেলা

বরিশালে শুরু হয়েছে ২ দিনব্যাপী তথ্য মেলা

তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি; এ স্লোগান নিয়ে বরিশালে শুরু হয়েছে দুইদিন ব্যাপী তথ্য মেলা।

সোমবার সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হলে দুদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ১৬ বছর আগে তথ্য অধিকার আইন করা হলেও সাধারন মানুষ এবিষয়ে জানেনা। তাই এবিষয়ে মানুষকে সচেতন করতে হবে, মানুষকে জানাতে হবে। এটি ভালো একটি আইন। কারা তথ্য দেবে কিভাবে দিবে, কি তথ্য দিবে তা এই আইনে বলা আছে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে পারলে দুর্নীতি হ্রাস পাবে। এটি নিশ্চিত করতে পারলে একটি কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে ও জেলা

প্রশাসনের সহযোগীতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক বরিশাল জেলা কমিটির সভাপতি গাজী জাহিদ হোসেন।

বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান সহ অনান্যরা।

মেলায় মোট ২১টি স্টল প্রদর্শন করা হচ্ছে। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। স্টলগুলোতে আগতদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হচ্ছে। দুদিন ব্যাপী এ মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। মেলায় থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতাসহ নানা আয়োজন।

বরিশাল,তথ্য মেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত