ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

যৌথ বাহিনীর অভিযান, কচুয়ায় লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

যৌথ বাহিনীর অভিযান, কচুয়ায় লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কচুয়া উপজেলার কচুয়া-রহিমানগর সড়কের কান্দিরপাড়গামী সংযোগ সড়কের পাশে রেইন্ট্রি (কড়ই) গাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো এসব গুলি উদ্ধার করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গনপিটুনি দিয়ে কচুয়া থানার এসআই মামুনুর রশিদকে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে হত্যা করা হয়। হত্যার পর তার সঙ্গে থাকা ৭.৬২ এমএম পিস্তলটি লুন্ঠন করে নেয় হামলাকারীরা। প্রায় ৪ মাস পর যৌথবাহিনীর বিশেষ অভিযানে লুণ্ঠিত পিস্তলের গুলি উদ্ধার করে।

ওসি বলেন, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কচুয়া থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল অভিযানে অংশগ্রহন করে। এসময় লুণ্ঠিত ৭.৬২ এম.এম. পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গুলি কচুয়া থানায় জব্দ দেখানো হয়েছে।

চাঁদপুর,যৌথ বাহিনী,পিস্তল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত