ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

লালমনিরহাটের প্রবীণ সাংবাদিকের ইন্তেকাল

লালমনিরহাটের প্রবীণ সাংবাদিকের ইন্তেকাল

লালমনিরহাট জেলা শহরের সাপটানা এলাকার বাসিন্দা প্রবীণ সাংবাদিক প্রেসক্লাব লালমনিরহাটের সাবেক সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু (৬২) বুধবার ভোর ৪টা ৩০মিনিটে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে দেশের রাজধানী ঢাকাস্থ জাতীয় নিউরো সায়েন্স ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে তার সহকর্মীরাসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোফাখখারুল ইসলাম মজনু আশির দশকে রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ দিন দৈনিক দাবানলের লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করেন। তাঁর টেলিভিশন সাংবাদিকতা শুরু সিএসবি টিভিতে।

এরপর দীর্ঘ দিন সময় টিভিতে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক সবুজ বাংলা নামের ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় কাজ করতেন তিনি।

প্রবীণ সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু প্রেসক্লাব লালমনিরহাট এর পরপর দুবারের সভাপতির দায়িত্ব পালন করেন। একজন সহজ সরল ও সাদা মনের মানুষ হিসেবে তিনি লালমনিরহাটের মানুষের মাঝে চিরদিন বেচে থাকবেন।

লালমনিরহাট,সাংবাদিক,ইন্তেকাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত