ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের চাঞ্চল্যকর দোকান কর্মচারী শামিম শেখ হত্যা মামলার আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি রবিনকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

সে পৌর এলাকার মাহমুদপুর ২নং গলি মহল্লার ফরহাদের ছেলে। র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ সালের ২৫ জুন শহরের এসএস রোডের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য উল্লাপাড়া গিয়ে নিখোঁজ হয়। পরদিন উল্লাপাড়া উপজেলার বরহর দক্ষিণপাড়া গ্রাম থেকে শামিমের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিনসহ ৩ আসামিকে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।

এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিকনির্দেশনায় বুধবার গভীর রাতে পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত