কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ (দ:) ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আয়োজনে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা কর্মপরিষদ সদস্য ও দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল।
এসময় শপথ গ্রহণ করেন নব-নির্বাচিত ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মো. শিমুল হাজারী ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আমীর মো. আক্তার হোসেন।
দাউদকান্দি উপজেলা কর্মপরিষদ সদস্য মো. দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলার শুরা সদস্য খন্দকার মাওলানা আবুল বাশার, কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ সদস্য মোশাররফ হোসেন, দাউদকান্দি উপজেলা সেক্রেটারি মনিরুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান, আব্দুল লতিফ প্রমুখ।
শপথ বাক্য পাঠ ও কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।