মহেশখালীতে থ্রি-জি রাইফেলসহ ৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের ক্রাইমজোন খ্যাত মহেশখালীতে থ্রি-জি রাইফেলসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
ওই সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সকাল ১০ টায় কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কাইছার হামিদ বলেন, গ্রেফতারকৃত ওই ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে ভারি অস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।