স্বরাষ্ট্র উপদেষ্টার শহীদ আবু সাঈদের কবর জেয়ারত

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১৩:২২ | অনলাইন সংস্করণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পীরগঞ্জের শহীদ আবু সাঈদ এর কবর জেয়ারত করেছেন। 

সোমবার ঢাকা থেকে হেলিকপ্টার যোগে দুপুরে তিনি পীরগঞ্জস্থ বাবনপুর শাল বাগান মাঠে অবতোরন করেন । পরে সড়ক পথে শহীদ আবু সাঈদের কবর জেয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন । 

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকি ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম সহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, আবু সাঈদ একজন বীর ও সৎ সাহসী সন্তান । যে আপনাদের এলাকায় জম্মেছে । আমরাও তার জন্য গর্বিত । আবু সাঈদের বীরত্ব বলে শেষ করা যাবে না । আবু সাঈদ হত্যা মামলাটির বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে এবং যে আসামীরা ঘুরে বেড়াচ্ছে তাদেরর দ্রুত গ্রেফতার করা হবে ।