কবরস্থানে পাওয়া গেল ২০টি হাতবোমা !

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬ | অনলাইন সংস্করণ

  মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি পৌরসভার কবরস্থান থেকে ২০টি হাতবোমা উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার পাতাবালি এলাকায় অভিযান চালিয়ে এ বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালকিনির পাতাবালি গ্রামের মৃত সামছুল হক বেপারীর বাড়ির পারিবারিক কবরস্থানে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় জঙ্গলের ভিতরে কবরস্থানে মৃত সামছুল হক বেপারীর কবরের উপর হতে দুইটি বালতিতে থাকা ২০টি হাতবোমা উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা ঐ বোমাগুলো রেখেছে তা জানা যায়নি।

এবিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, পাতাবালি এলাকার একটি কবরস্থান হতে ২০টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছে সে বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এর আগে কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ঠেংগামারা এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে ১২টি হাতবোমা উদ্ধার করেছিল পুলিশ।