ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ 

মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ 

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় রাজবাড়ীর বড়পুল থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিলটি বড়পুল থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে রাজবাড়ী শহীদ স্মৃতি চত্বর পর্যন্ত যায়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তৃতা দেন রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থী মীর মাহমুদ সুজন, মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ টোকন মন্ডল, ফাহাদুল ইসলাম, মো. হাসিবুল ইসলাম, মেহজান মুস্তারি আফরিন, তুষার পাটোয়ারি, সোহেল তানভীর, রাজিব মোল্লা, সাইমুন, মো. সজিবুল ইসলাম সজিব এবং মাহাদি রাকিবুল হাসান।

এসময় বক্তারা বলেন, কোটার কারণে যোগ্য অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারছেন না, অথচ অযোগ্যরা কোটার সুবিধায় ভর্তির সুযোগ পাচ্ছেন। এটি মেধার প্রতি অবমাননা।

তারা আরও বলেন, কোটার প্রথা সম্পূর্ণ বিলুপ্ত করতে হবে। সরকারের এই নীতির কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। দ্রুত সময়ে কোটা ব্যবস্থা বাতিল করা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তার প্রতিকার করা হবে।

বক্তারা সরকারকে কোটাপ্রথা বাতিলে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মেডিকেলে ভর্তি,কোটা,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত