
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই স্লোগান কে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করেন।
উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ।
উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরে আলম মজুমদার, অধ্যাপক মো. হান্নান, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ হাসেম সিকদার জিসান প্রমুখ।
কর্মশালায় দুর্নীতি -মাদকমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বির্নিমান সহ শিক্ষা বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ ক্যাম্পাস, বিজ্ঞানসম্মত শিল্প বিপ্লব, লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধ, বাল্য বিবাহকে না বলা এবং রেমিট্যান্স যোদ্ধাদের দক্ষতা উন্নয়নে নানা পরিকল্পনা ও মত প্রকাশের স্বাধীনতার কথা গুরুত্ব সহকারে উঠে এসেছে।
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় উখিয়া উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ, মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।