সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দাওয়াত খাওয়ার ভাগ্য হলোনা মামা শ্বশুরের বাড়িতে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী স্ত্রী ও বোনের।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী ওভারব্রিজের সন্নিকটে এ ঘটনা ঘটে।

তারা হলেন, ওই উপজেলার পূর্ব বাঐতারা গ্রামের শফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী সমনা খাতুন (৩৮) ও বোন লাকী খাতুন (২৭)। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪ জন। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ার হোসেন জানান, গ্রিস প্রবাসী শফিকুল ইসলাম প্রায় ১ বছর আগে দেশে ফেরেন এবং প্রায় ৯ মাস আগে সুমনাকে বিয়ে করেন। শুক্রবার সন্ধ্যারাতে পরিবারের সবাইকে নিয়ে অটোভ্যানযোগে বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামে মামাশ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন শফিকুল। 

এসময় উল্লিখিত স্থানে পৌঁছলে রাজশাহীগামী অজ্ঞাত যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ভ্যানচালকসহ সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং সেখানে রাতেই ওই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হওয়ায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে এবং নিহতের পরিবারের বাড়িতে এখনও শোকের মাতম চলছে বলে জানা গেছে।