ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায় অন্তর্বর্তীকালীন সরকার: ব্যারিস্টার খোকন

দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায় অন্তর্বর্তীকালীন সরকার: ব্যারিস্টার খোকন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। দীর্ঘদিন ক্ষমতার কারণে সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে জনগণ। কারণ জনগণের সমর্থনে এই সরকার ক্ষমতায় এসেছে। তিনি দ্রুত নির্বাচন দাবি করেন।

শনিবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার এখনও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে পারেনি। তাই অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ৫ আগস্ট এর বিপ্লবী জনতা তা মানবে না।

এসময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান কুতুবউদ্দিন সানি, দেওয়ান আরেফিন শামীম, জালাল আহম্মদ, জসিমউদ্দিন কাউন্সিলর-সহ অনেকেই।

অন্তর্বর্তী সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত