ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

নোয়াখালীতে খালেদা জিয়া, শাহজাহান ও ইসহাকের সুস্থতার জন্য দোয়া মাহফিল 

নোয়াখালীতে খালেদা জিয়া, শাহজাহান ও ইসহাকের সুস্থতার জন্য দোয়া মাহফিল 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান এবং জামায়াতে ইসলামীর জেলা আমির শিক্ষাবিদ ইসহাক খন্দকারের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে নোয়াখালী প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের আয়োজন এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান। তিনি দেশবাসী-সহ সকলের জন্য কুরআন থেকে তেলাওয়াত শেষে দীর্ঘ মোনাজাত করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, সাংবাদিক নেতা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ডাক্তার বোরহান উদ্দিন, পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট নুরুল আমিন, ওমর ফারুক টপি-সহ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের অনেকেই।

খালেদা জিয়া,দোয়া মাহফিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত