ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে অটোরিকশা সংঘর্ষে সুমন মিয়া(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার জোড়পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
আহতরা হলেন- অটোরিকশা চালক ঘোষপালা গ্রামের সাদিকুর রহমান(৫০), ছালমা খাতুন (৩৫), মোকশেদ আলী মাস্টার (৬০) ও আরেকজন অজ্ঞাত (৩২)।
স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী শ্যামল ছায়া যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভিতরে থাকা চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হন। নিহত সুমন মিয়া অটোরিকশা থেকে ছিটকে পড়ে বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান।
আহতদের উদ্ধার করে প্রথমে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. খোরশেদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।