শেরপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপিত 

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৯ | অনলাইন সংস্করণ

  শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্‌যাপন  উপলক্ষ্যে 'দক্ষ যুব গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ 'এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর যুব অধিদপ্তরে এক আলোচনাসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা যুব ভবন হল রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পুলিশ সুপার আমিনুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন।

এছাড়া, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল আহম্মেদসহ যুব উন্নয়নের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী-সহ সকল শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।