ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি জাহিদ, সম্পাদক শিথিল 

পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি জাহিদ, সম্পাদক শিথিল 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি দৈনিক কালবেলার জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের নাজমুল হুদা শিথিল নির্বাচিত হয়েছেন ।

‎‎বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাবিপ্রবি প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দুপুর দুইটায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মীর হুমায়ূন কবীর। এসময় নির্বাচন কমিশনার ড. মো. রাশেদুল হক ও মোহা. গালিব হাসান উপস্থিত ছিলেন।

‎‎সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্যপদে নির্বাচিতরা হলেন দপ্তর সম্পাদক এমরান হোসেন তানিম (জাগো নিউজ, দৈনিক বিবৃতি), কোষাধ্যক্ষ আলফি সানি (দৈনিক সবুজ বাংলা, ডেইলি বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহিদ হোসেন (ডেইলি ক্যাম্পাস, দৈনিক সিনসা)। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মিকাইল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত) এবং সাজ্জাদুল ইসলাম (দৈনিক ইনকিলাব)।

নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত