খেলাধুলা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয়, এটি ইতিবাচক ও দক্ষ মানুষ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "খেলাধুলা নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও পরিশ্রমের মানসিকতা গড়ে তোলে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতে এগিয়ে যেতে সহায়তা করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও বিকল্প নেই।"
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহ্বায়ক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী দিনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বনাম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের জন্য ফুটবল এবং ছাত্রীদের জন্য হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি ছাত্রীদের হ্যান্ডবলের ফাইনাল এবং ১৯ ফেব্রুয়ারি ছাত্রদের ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে।