ঢাকা ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা

ঈশ্বরদীতে বিএনপির ৪৭ নেতাকর্মী খালাস, শহরজুড়ে উল্লাস

ঈশ্বরদীতে বিএনপির ৪৭ নেতাকর্মী খালাস, শহরজুড়ে উল্লাস

তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ৪৭ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

খালাসপ্রাপ্তদের মধ্যে ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ ৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, আর রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান।

হাইকোর্টের রায়ে বিএনপির ৪৭ নেতাকর্মী খালাস পাওয়ার খবরে ঈশ্বরদী শহরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেন এবং মিষ্টি বিতরণ করেন।

বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর গেটে গিয়ে পথসভায় পরিণত হয়।

পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এস এম ফজলুর রহমান, বিএনপি নেতা বিষ্টু সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আতাউর রহমান পাতা, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক এনামুল হক এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ নান্টু।

শেখ হাসিনাকে,হত্যাচেষ্টা,মামলা,খালাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত