ঢাকা শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

জীবাশ্ম জ্বালানির শেকল ভাঙার ডাক

রংপুরে পরিবেশবাদী সংগঠনের অভিনব প্রচারণা

রংপুরে পরিবেশবাদী সংগঠনের অভিনব প্রচারণা

বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে মুক্তির দাবিতে রংপুরে একটি ভিন্নধর্মী প্রচারণা শুরু করেছে দেশের শীর্ষ স্থানীয় পরিবেশ ও সামাজিক সংগঠন ডপস, ক্লিন এবং বিডাব্লউডিজিইডি-এর একটি জোট।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর মাহিগঞ্জে “জীবাশ্ম জ্বালানির শেকল ভাঙার ডাক” শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে পরিবেশবাদী, নীতিনির্ধারক ও স্থানীয় নেতৃবৃন্দ একত্রিত হয়ে নবায়ন যোগ্য জ্বালানির দিকে দ্রুত রূপান্তরের জোর দাবি তুলেছেন।

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘনঘন ঘূর্ণিঝড়, খরা, নদীভাঙন ও কৃষিক্ষেত্রে বিপর্যয় সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্রমেই দুর্বিষহ করে তুলছে। বর্তমান পরিস্থিতিতে দেশের বিদ্যুৎ জ্বালানি খাত এখনও প্রধানত জীবাশ্ম গ্যাস ও কয়লানির্ভর, যা শুধু পরিবেশের জন্য নয়, দেশের অর্থনীতির জন্যও ভয়াবহ হুমকি সৃষ্টি করছে।

এই আয়োজনে বক্তব্য রাখেন পরিবেশবিদ, গবেষক, শিক্ষাবিদ, ও জলবায়ু আন্দোলনকর্মীরা।

তারা বলেন, বাংলাদেশের রয়েছে সৌর ও বায়ু বিদ্যুৎ এর বিশাল সম্ভাবনা। তবে, সঠিক নীতিগত সিদ্ধান্ত ও বিনিয়োগের অভাবে এই খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হচ্ছে না।

ডপস-এর নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তী বলেন, ফসিল জ্বালানির দাসত্ব ভাঙা শুধু পরিবেশগত ইস্যু নয়, এটি একটি সামাজিক ন্যায়বিচারের প্রশ্নও। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিতে নেতৃত্ব দিতে পারে, কিন্তুতা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

জলবায়ু কর্মী আনিকা ইয়াসমিন বলেন, “বিদেশ থেকে আমদানি করা ব্যয়বহুল এলএনজি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের নিজেদের নবায়নযোগ্য শক্তির উৎস গড়ে তুলতে হবে, যা স্বল্পমূল্যে জনগণের জন্য টেকসই শক্তির ব্যবস্থা করবে।”

সংগঠনগুলো সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, যেন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে দ্রুত সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ বাড়ানো হয়। এই আন্দোলন শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, বরং একটি ন্যায় সঙ্গত ও টেকসই জ্বালানি ভবিষ্যতের জন্য আন্দোলন।

জীবাশ্ম জ্বালানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত