সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ জুয়েল বেপারী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত জুয়েল ব্যাপারী ভোলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন গ্রামের সিরাজ বেপারীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার চলনবিল ৯নং ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুয়েল বেপারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ নগদ ১ হাজার ৬৮০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।