বিয়ে করলেন সাফজয়ী ফুটবলার আঁখি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সাফজয়ী নারী ফুটবলার আঁখি খাতুন বিয়ে করেছেন টেনিস কোচ শরিফুল ইসলাম টিংকুকে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বাবাড়িয়া গ্রামে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা গেছে, ২০১৮ সালে টেলিভিশনে আঁখির খেলা দেখে মুগ্ধ হন শরিফুল ইসলাম টিংকু। ২০২১ সালে চীন থেকে দেশে ফিরে মাঠে গিয়ে আঁখির খেলা দেখেন এবং তাদের মধ্যে পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্ক আরও গভীর হয়, যা পরিণতি পেয়েছে বিয়েতে।
আঁখির বাবা আক্তার হোসেন জানান, পারিবারিকভাবে তারা বিয়েতে সম্মতি দিয়েছেন। নবদম্পতি বর্তমানে সিরাজগঞ্জে অবস্থান করছেন এবং এ মাসের মাঝামাঝি ঢাকায় যাওয়ার পর চীনে ফেরার পরিকল্পনা রয়েছে।
শরিফুল ইসলাম টিংকু বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক ছাত্র এবং বর্তমানে চীনের এইজ জি এ টেনিস ক্লাবে কোচ হিসেবে কর্মরত। অন্যদিকে, আঁখি চীনের স্ককর ওয়ার্ড ক্লাবে ফুটবল খেলছেন।
আঁখি খাতুন বলেন, "টিংকু আমার খেলার বড় ভক্ত ছিল। এমনকি ৪ বছর আগে চীন থেকে সরাসরি মাঠে আমার খেলা দেখতে এসেছিল। আমাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়, অবশেষে আমরা নতুন সংসার শুরু করলাম।"
উল্লেখ্য, আঁখি খাতুন ২০২৩ সালে বিতর্কের মধ্যে বাফুফে ক্যাম্প ছেড়ে যান এবং এর পর থেকে চীনে ফুটবল খেলছেন। বাংলাদেশ নারী দলের জার্সিতে তিনি ১৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বিয়ের পরও তিনি খেলা চালিয়ে যেতে চান এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।