ঢাকা বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

অপারেশন ডেভিল হান্ট অভিযানে কটিয়াদীতে ৭ জন আটক 

অপারেশন ডেভিল হান্ট অভিযানে কটিয়াদীতে ৭ জন আটক 

কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ বিশেষ অভিযানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ। সোমবার থেকে বুধবার পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা হচ্ছেন লোহাজুরী ইউনিয়ন সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (৩৯), মুমুরদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন (৩৫), আচমিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পল্টন দেবনাথ (৩৭), আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জয় ওরফে হৃদয় (৪০), চান্দপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মন্টু (৩৫), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাজিব আহমেদ (২২) ও রিপন মিয়াকে (১৯) গ্রেপ্তার করে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক অভিযোগ রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত