ঐতিহাসিক সোনারগাঁ পানাম নগর পর্যটন কেন্দ্র এখন পর্যটকদের কাছে যানজটের নগরীতে পরিণত হয়েছে। এ কারণে পর্যটকদের স্বাভাবিক ভ্রমণ ব্যাহত হচ্ছে।
পর্যটকদের অভিযোগ, পানাম নগর ভ্রমণের সময় যাত্রীবাহী বাসের দীর্ঘ যানজটে আটকে থাকতে হয়, যা তাদের আনন্দের পরিবর্তে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের মোড়ে প্রধান সড়কের পাশে একটি বাস কাউন্টার স্থাপন করা হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের প্রধান প্রবেশপথে এ বাস কাউন্টার থাকার ফলে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বলেন, "পানাম নগরের প্রধান সড়কের মোড়ে বাস কাউন্টার থাকায় পর্যটকদের চলাচলে বিঘ্ন ঘটছে। এটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজন। না হলে পর্যটকরা পানাম নগরে আসা কমিয়ে দেবেন।"
এ বিষয়ে সোনারগাঁ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, "আমরা পানাম নগরের যানজট নিরসনে কাজ করছি। ইতোমধ্যে এখানে থাকা বাস কাউন্টারটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।"