ঢাকা শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ জবির প্রাক্তন ছাত্র

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ জবির প্রাক্তন ছাত্র

মুন্সীগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. সাইফুল ইসলাম লিখন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কামারখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে নিখোঁজ মো. সাইফুল ইসলাম লিখনের সন্ধানে আইনশৃঙ্খলার বাহিনীর কাছে সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছে তার স্বজনরা।

নিখোঁজ মো. সাইফুল ইসলাম লিখনের বয়স ৩২। তিনি মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার মো. দুলাল হাওলাদারের পুত্র।

মানববন্ধনে আসা নিখোঁজ মো. সাইফুল ইসলাম লিখনের ভাই বাবু হাওলাদার বলেন, গত ৬ই ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো.সাইফুল ইসলাম লিখন তার বন্ধু মুন্সীগঞ্জ শহরের ইসলামপুর এলাকার সাদ্দাম হোসেন সম্রাটের কাছ থেকে দেখা করে ঢাকা যাওয়ার কথা বলে বাসা থেকে বিদায় নেয়। ঐদিনই সন্ধ্যায় সাড়ে ছয়টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের ৮ দিন পেরিয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। আমরা এখন তার সন্ধান চাই। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

নিখোঁজ লিখনের বন্ধু সাদ্দাম জানায়, নিখোঁজের দিন বিকাল ৪টার দিকে লিখনের সাথে মুক্তারপুরে দেখা হয়। সেখানে লিখন আমার কাছ থেকে বিদায় নেয় এবং ঢাকার উদ্দেশ্যে যাবে বলে জানায়। নিখোঁজের একদিন পর মো.সাইফুল ইসলাম লিখনের ভাই বাবু হাওলাদার ৭ই ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় একটি নিখোঁজের ডায়রী করে বলে জানান।

মানববন্ধনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মো.দুলাল হাওলাদার, আমেনা আক্তার মিতু, মিঠু হাওলাদার, সুমন হাওলাদার, ফাতেমা বেগম, শহিদ হাওলাদার, রাজিব হাওলাদার।

নিখোঁজ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত