রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১১ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বাণিবহ বাজার এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিউলি সান্যাল (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত শিউলি সান্যাল কালুখালী উপজেলার হাটগ্রামের বাসিন্দা অমিত কুমার সান্যালের স্ত্রী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শিউলি সান্যাল তার স্বামীর মোটরসাইকেলে রাজবাড়ী আসছিলেন। পথে বাণিবহ বাজারের কাছে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, শিউলি সান্যাল দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন, যার কারণে ভারসাম্য রক্ষা করতে না পেরে দুর্ঘটনার শিকার হন।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"