ঋণের চাপে যুবকের আত্মহত্যা

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৫ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ  প্রতিনিধি

মুন্সীগঞ্জের  সিরাজদিখান উপজেলায় শাহবদ্দিন প্লাজায়  মা শিতল বস্ত্রালয়ের মালিক সুজিত ঘোষ (২৮) নামে এক যুবক ঋণের চাপে দিশেহারা হয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। 

সুজিত ঘোষ জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের চারগাও গ্রামের হরে কৃষ্ণ ঘোষের বড় ছেলে ছেলে। তিনি কেয়াইন  নিমতলা  শাহবদ্দিন প্লাজায় রেডিমেট গার্মেন্টস ব্যাবসা  করতেন।

সুজিতের বাবা  হরে কৃষ্ণ ঘোষ জানান, সুজিত বেশ কয়েকটি এনজিও থেকে টাকা ঋণ করেছে। কয়েকদিন ধরে এনজিওর লোকজন টাকার জন্য চাপ দিচ্ছে। ধারণা করা হচ্ছে ঋণের টাকার চাপের কারণে আত্মহত্যা করেছে সুজিত।

নিহতের স্ত্রী শ্রাবন্তী ঘোষ বলেন, প্রায় এক বছর আগে প্রেম করে আমি ও সুজিত পারিবারিক ভাবে বিয়ে করি। কিন্তু আমার শাশুড়ি সঙ্গীতা ঘোষে প্রেম করে বিয়ে করা নিয়ে এবং টাকা পয়সা নিয়ে  ঝগড়া করে আমার স্বামীকে  প্রায়ই মরে যেতে বলতো। বিয়ের পর থেকে আমি এক দিনের জন্যও শান্তিতে থাকতে পারি নি। 

ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে  প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।