সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ট্রাকভর্তি ৫ টন নিষিদ্ধ পলিথিনসহ চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন, রাজশাহীর বাঘমাড়া উপজেলার দেউলিয়া গ্রামের ট্রাক চালক কামরুল হাসান মিন্টু (২৯) ও হেলপার আবদুল্লাহ আল মাহিদ (১৮)। হাটিকুমরুল হাইওয়ে থানায় ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, মহাসড়ক দিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিনবাহী একটি ট্রাক ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে উল্লিখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ট্রাক থামানো হয়। ওই ট্রাকে তল্লাশি চালিয়ে উল্লিখিত পলিথিনসহ ট্রাকটি জব্দ করা হয় এবং ওই ট্রাক চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।