চট্টগ্রাম বন্দর আধুনিকতার নতুন যুগে প্রবেশ করলো। যুগের সাথে তাল মিলিয়ে বন্দরে সংযুক্ত হয়েছে অনলাইন গেইট পাস। মূলত, দেশের প্রধান সমুদ্রবন্দরে আমদানি-রপ্তানি পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য অনলাইন গেইট পাস চালু করেছে বন্দর কর্তৃপক্ষ। এর মাধ্যমে বন্দরে উন্মোচিত হয়েছে নতুন এক দিগন্ত।
এ ব্যবস্থার ফলে প্রতিদিন তিন হাজারের বেশি পণ্যবাহী গাড়ি কয়েক মিনিটের মধ্যে বন্দরের গেইট পেরোতে পারবে। এতে যানজট, দুর্ঘটনা ও সময় কমবে, পাশাপাশি বন্দরের ভেতরে ও বাইরে পণ্যবাহী গাড়ির শৃঙ্খলা ও নজরদারি নিশ্চিত হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান অনলাইন গেইট পাস সিস্টেমটি শতভাগ চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি জানান, পণ্য আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত সব ভেহিক্যাল, ড্রাইভার, হেল্পারদের ডেটাবেইজ চট্টগ্রাম বন্দরে সংরক্ষিত রয়েছে। অনলাইন গেইট পাসের মাধ্যমে বন্দর স্টেকহোল্ডারদের জন্য ভেহিক্যাল ট্র্যাকিং ও মনিটরিং ব্যবস্থা আরও সহজ হবে, যানজট কমবে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে এবং অপারেশনাল কাজে গতিশীলতা বাড়বে। এতে কম সময়ে বেশি পণ্য হ্যান্ডলিং করা যাবে ও সামগ্রিক ব্যয় হ্রাস পাবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) বিশ্বের সর্বাধিক ব্যবহৃত একটি পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটি Navis, LLC, USA কর্তৃক ডেভেলপ করা হয়েছে এবং এর টেকনিক্যাল সাপোর্ট পার্টনার হিসেবে ডাটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড কাজ করছে। ডাটা সিকিউরিটি এবং অ্যাপ্লিকেশন সিকিউরিটির কথা মাথায় রেখে টিওএসসহ বন্দরের সব সিস্টেম ন্যাশনাল ডাটা সেন্টার থেকে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, যানজট হ্রাস, ভেহিক্যাল ট্র্যাকিং ও মনিটরিং সহজীকরণের অংশ হিসেবে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে গত ১ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে অনলাইন গেইট পাস চালু করা হয়। বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ফি পরিশোধ করে ২৪ ঘণ্টা, ৭ দিন এই অনলাইন গেইট পাস পাওয়া যাবে।
আগে বন্দরের বিভিন্ন গেইটে সরাসরি উপস্থিত হয়ে পাস সংগ্রহ করতে হতো, যা দীর্ঘ লাইনের কারণে যানজট সৃষ্টি করত। তবে পরীক্ষামূলক চালুর পর থেকে কোনো ধরনের জটিলতা তৈরি হয়নি।