সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বোইলগাছি গ্রামে অভিযান চালিয়ে মন্দির থেকে চুরির ঘটনায় যুবক হামিদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে এনায়েতুপর থানার রুপনাই গ্রামের গাদু সেখের ছেলে । বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই উপজেলার দেলোয়া গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে গত মাসে চুরি হয়। এ ব্যাপারে থানায় মামলা হওয়ার পর চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তার শ্বশুরবাড়ি ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেয়া তথ্যের শ্বশুরবাড়ি থেকে চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।