সিরাজগঞ্জে বৃদ্ধের কাভার্ডভ্যান আগুনে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে এক অসহায় বৃদ্ধের কাভার্ডভ্যান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটেছে সদর উপজেলার কুড়ালিয়া উত্তর পাড়া গ্রামে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত কাভার্ডভ্যান ভাড়া দিয়ে বৃদ্ধ সোবাহান মন্ডল তার সংসার চালিয়ে আসছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় একই গ্রামের সড়কের পাশে গাড়িটি রাখা হয়। গভীর রাতে দুর্বৃত্তরা কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। বুধবার সকালে পথচারীরা পুড়ে যাওয়া কাভার্ডভ্যানটি দেখতে পান।

এ খবর পেয়ে কাভার্ডভ্যানের মালিক বৃদ্ধ সোবাহান মন্ডল ঘটনাস্থলে যান এবং তার সম্পদ আগুনে পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা ধারণা করছেন, পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় ওই অসহায় বৃদ্ধ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

এ বিষয়ে সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, "এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"