কক্সবাজারে বনবিভাগের অভিযান, রেস্টুরেন্ট থেকে ১১ কচ্ছপ উদ্ধার

প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার রেঞ্জের অভিযানে কলাতলীর পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে ১১টি কড়ি কাইট্টা প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হকের নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ এ উদ্ধার অভিযান চালানো হয়। 

তিনি বলেন, উদ্ধারকৃত কচ্ছপগুলো বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ অনুযায়ী রক্ষিত বন্যপ্রাণী। আইনে এই প্রজাতির কচ্ছপ ধরা, শিকার, হত্যা, বিরক্ত করা, পরিবহন বা ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ এ ধরনের অভিযান চালিয়ে যাবে বলে জানান এই বন কর্মকর্তা।