মানিকগঞ্জে মোবাইল কোর্টে ৩ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ২০:৫০ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং বাজার পরিস্থিতি মনিটরিং করতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে, ওজনে কারচুপি, খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে এস এম ফয়েজ উদ্দিন বলেন, “রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”