র্যাব-১৩’র অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৯:৫০ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ভোকরামপুর (পাঁচমাইল) এলাকা থেকে ২১০.৯৬ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
বৃহস্পতিবার (৬ মার্চ) র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৫ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর তাজহাট থানার ভোকরামপুর (পাঁচমাইল) এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ নূর হোসেন ওরফে হোসেন আলী (৫২) কে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার আরামবাগ এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।
অভিযানে নূর হোসেনের মোটরসাইকেল তল্লাশি করে ২১০.৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।