কিশোরগঞ্জের বাজিতপুরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ৭ দিন যাবত নিখোঁজ দ্বিজেন্দ্র চন্দ্র দাস (৭৯) নামে এক ব্যাক্তি।
জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারী নরসিংদীর বেলাব উপজেলার ভাবলা গ্রামের দ্বিজেন্দ্র চন্দ্র দাসকে তাঁর মেয়ে সান্তনা দাস কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া স্কুল পাড়ায় নিজের বাড়িতে বেড়াতে নিয়ে যান। ২৭ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে কাউকে না বলেই মেয়ের বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকে আর কোন খোঁজ মিলছে না দ্বিজেন্দ্র চন্দ্র দাসের।
নিখোঁজের পর দুইদিন আত্মিয়-স্বজন ও সম্ভাব্য সকল যায়গায় খুঁজাখুঁজি করে, গত ১ মার্চ বাবার খোঁজ মিলতে বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়রী করেন তাঁর মেয়ে সান্তনা দাস। ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও এখনো নিখোঁজ রয়েছেন দ্বিজেন্দ্র চন্দ্র দাস।
এ বিষয়ে জানতে চাইলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, "নিখোঁজ কোন ব্যক্তির বিষয়ে থানায় সাধারণ ডায়রী করলে আমরা প্রথমে নিখোঁজের সর্বশেষ স্থানে খোঁজ খবর নেই। পাশাপাশি, আশেপাশের থানাসহ বাংলাদেশের সকল থানায় নিখোঁজ ব্যাক্তির ছবি এবং নাম ঠিকানা পাঠিয়ে দেই। দ্বিজেন্দ্র চন্দ্র দাস নিখোঁজের সাধারণ ডায়রী করার পর আমরা এসকল কার্যক্রম অব্যাহত রেখেছি। নিখোঁজ ব্যাক্তির সন্ধান পেলে তার স্বজনদের জানানো হবে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে।"
নিখোঁজ দ্বিজেন্দ্র চন্দ্র দাসের মেয়ে সান্তনা দাস এবং ছেলে সোহাগ চন্দ্র দাসের ধারনা, তিনি তাঁর বাড়ি নরসিংদী যাওয়ার জন্য মেয়ের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থেকে বের হয়েছিলেন। হয়তো বয়সের ভারে দিশা হারিয়ে পথ ভুলে অন্য কোথাও চলে গেছেন। কেউ তার সন্ধান পেলে ০১৭২৯৪২৯০৭৪ (ছেলে, সোহাগ চন্দ্র দাস) ০১৭৭৯২৯২৯১৩ (মেয়ে, সান্তনা দাস) এই দুটি মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।