সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৭:২৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মঞ্জুর আলমকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃত মঞ্জুর আলম উপজেলার সরাইচন্ডি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে মঞ্জুর আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১,৯৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।