নারী সহিংসতা বন্ধের দাবিতে রংপুরে মহিলা পরিষদের মানববন্ধন

প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২০:৩৫ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

"প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার"— এই স্লোগানে রংপুরে মানববন্ধন ও র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, রংপুর জেলা শাখা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবং চলমান নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি দাবিনামা পেশ করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা আর লীনা, সাধারণ সম্পাদক রুম্মানা জামান, সহ-সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রিতা সরকার, আন্দোলন সম্পাদক ফারজানা সরকারসহ অন্যান্য সদস্য ও সংগঠকবৃন্দ।

এছাড়া, কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি শাহাদাত হোসেন, সামাজিক সংগঠন মাপার আহ্বায়ক অ্যাডভোকেট মুনীর চৌধুরী, নারী নেত্রী ও লেখক ড. নাসিমা আক্তার, সুজন-এর খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, স্বর্ণ নারী অ্যাসোসিয়েশনের মঞ্জুশ্রী সাহা, নাগরিক উদ্যোগের শিল্পী সরকারসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, নারীর ওপর চলমান সহিংসতা বন্ধে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।