ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মাগুরায় টানা তৃতীয় দিনের মত আদালতের সামনে বিক্ষোভ

মাগুরায় টানা তৃতীয় দিনের মত আদালতের সামনে বিক্ষোভ

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে উদ্দেশ্য করে বলেন, মাগুরা জেলার সর্বস্তরের জনগণের পক্ষে ৭ দফা দাবি যা সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

দাবিসমূহের মধ্যে রয়েছে- অবিলম্বে আছিয়াকে ধর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার তদন্ত রিপোর্ট এবং বিচারিক কার্যক্রম শেষ করতে হবে, তদন্তে দোষী সাব্যস্তদের জনসম্মুখে বিচার কার্যকর করতে হবে, সারাদেশের সকল ধর্ষকদের আসামি সময়ের মধ্যে বিচার করতে হবে, সেই সাথে, বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধ করে বিচার বিভাগের পরিবর্তন এনে আসামি সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, সুস্পষ্ট প্রমাণ না থাকা ধর্ষকদের আসামি সময়ের মধ্যে তদন্ত করে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, নির্দোষ হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত না করে দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে, ফরেনসিক তদন্তের ফলাফলের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে হবে, আসামি পক্ষের জন্য সম্পূর্ণ আইনি সেবা অব্যাহত রাখতে হবে, কোনো আইনজীবী পাওয়া না গেলে রাষ্ট্র পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দিতে হবে, এক্ষেত্রে কোনো ধরনের বাধার সৃষ্টি যাতে না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, ধর্ষণের সংজ্ঞা রাষ্ট্রীয় ভাবে স্পেসিফিক করতে হবে, কোন কোন ঘটনার জন্য বা কোন কোন পার্সপেক্টিভ থেকে ঘটলে সেটা ধর্ষণ বলে গণ্য হবে তা স্পষ্ট করতে হবে, ধর্ষকের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি আইন প্রণয়ন করে ধর্ষিতাকে অবিলম্বে প্রদান করতে হবে।

জেলার সর্বস্তরের মানুষের এই ৭ দফা দাবি যা অবিলম্বে কার্যকর করার দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালতের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের কড়া নিরাপত্তা জোরদার ছিল।

আদালত,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত