বেনাপোলে মোটরসাইকেল দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ২৩:১৩ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি

বেনাপোলের পুটখালি সীমান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় টহলরত বিজিবি সিপাহী মোজাম্মেল নিহত ও এক হাবিলদার গুরুতর আহত হয়েছেন।
খুলনার অধীনস্থ ২১ বিজিবি বেনাপোল পুটখালী সীমান্তে রাতে টহলরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিজিবি সিপাহী মোজাম্মেল নিহত হন এবং তার সাথে থাকা আরেক বিজিবি হাবিলদারকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হচ্ছে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, রাতের সীমান্ত টহল অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিপাহী মোজাম্মেল ঘটনাস্থলে নিহত হন ও আরেক বিজিবি হাবিলদার গুরুতর আহত হন। আহত হাবিলদারকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।