সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১৬:৩৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাঁন্দাইকোনা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সুজন বাবুকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব -১২ সদস্যরা। 

সে দিনাজপুর সদর উপজেলা খুদিহার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। র‌্যাব-১২’র অপস্ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।