কিশোরগঞ্জে ভাঙ্গারি দোকান থেকে মর্টারশেল উদ্ধার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১৬:৪৬ | অনলাইন সংস্করণ

  শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকার একটি ভাঙ্গারি দোকানে মর্টারশেল পাওয়ার ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মর্টারশেলটি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল এসে এটি উদ্ধার করে নিয়ে গেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে একরামপুরের "টুটুল এন্টারপ্রাইজ" নামে একটি ভাঙ্গারি দোকান থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। দোকানের মালিক টুটুল মিয়া অন্যান্য ভাঙ্গারি মালামালের মধ্যে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানটি ঘিরে ফেলে এবং সেনাবাহিনীকে অবহিত করে। রাতে সেনাবাহিনীর একটি দল এসে মর্টারশেলটি বালু ভর্তি একটি বালতিতে সংরক্ষণ করে এবং নিরাপত্তার স্বার্থে দোকানটি তালাবদ্ধ করে দেয়।

পরে বুধবার (১৯ মার্চ) দুপুর ৩টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল এসে মর্টারশেলটি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ ধারণা করছে, কোনো ব্যক্তি অন্যান্য লোহালক্করের সঙ্গে মর্টারশেলটি ভাঙ্গারি দোকানে বিক্রি করেছে। ইতোমধ্যে পুলিশ দোকানটির লোহালক্কর বিক্রেতাদের তালিকা সংগ্রহ করছে এবং তদন্ত চলছে।