সিরাজগঞ্জে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে কৃষকের আত্মহত্যা

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ২০:৩৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবিপুর মধ্যপাড়া গ্রামের কৃষক হাসেন ওরফে পলান (৪০) ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে। 

তিনি ওই গ্রামের মৃত হাশমত আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। 

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত হাসেন ওরফে পলান বিভিন্ন এনজিও ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ছোটখাট ব্যবসা করছিল। এ ঋণের টাকা আদায়ে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল। অবশেষে এ টাকা পরিশোধ করতে না পেরে শনিবার রাতে সে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে। 

রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।