ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে কেন্দ্র পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ঈশ্বরগঞ্জে কেন্দ্র পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর এলাকার মুক্তিযোদ্ধা মোড়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। ফলশ্রুতিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে তাদের দাবির বিষয় তুলে ধরে বলেন, পৌর এলাকা থেকে ১৪ কি.মি. দূরে পূর্বে ঘোষিত কেন্দ্র পরিবর্তন করে ঈশ্বরগঞ্জ মহিলা কলেজে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হোক। অন্যথায় আমাদের পরীক্ষার্থীর মানসিক ভাবে ভালো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে ।

ছাত্রীদের অভিযোগ, আটারেবাড়ী ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে গেলে নানা সমস্যায় পড়তে হয় তাদের। নিরাপত্তাহীনতা, শিক্ষকদের পরীক্ষার সময় অসহযোগিতা ও নানা ধরনের হয়রানির অভিযোগ করেন শিক্ষার্থীরা। এই কারণে আঠারোবাড়ী ডিগ্রি কলেজ থেকে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে অন্য যে কোন কলেজে করার দাবি করেন শিক্ষার্থীরা।

এই বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ বলেন, "তাদেরকে আশ্বস্ত করেছি। যৌক্তিক দাবির বিষয়ে ইতিমধ্যে দায়িত্বশীল কর্মকর্তার সাথে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রাথমিক আলোচনা করেছি। আন্দোলনকারী ছাত্ররা লিখিত অভিযোগ দিয়েছে। বিধি মোতাবেক অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব'।

বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত